মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ডা. নাতাশার মৃত্যু

আগের সংবাদ

৫০ বছরের অংশীদারিত্ব উদযাপনকালে বিশ্বব্যাংক এমডি : বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সর্ম্পক নতুন মাইলফলকে

পরের সংবাদ

বন ও পরিবেশ উপমন্ত্রী : জ্ঞানী লোকরাই পরিবেশ ধ্বংস করছেন

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেছেন, এসডিজি অর্জন করতে হলে আমাদের পরিবেশ, প্রতিবেশকে সুরক্ষা করতে হবে। যেদিন সারাদেশের মানুষ সঠিক পথে চলবে, সেদিনই পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পূর্ণ অর্জন হবে। যারা যত বেশি জ্ঞানী এবং ধনী শ্রেণির লোকরাই আমাদের পরিবেশ, প্রতিবেশকে প্রতিনিয়ত ধ্বংস করে চলেছেন। গতকাল শনিবার বিকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ সংগঠন (বিবিসিএফ) আয়োজিত ৮ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সভাপতি ড. এস এম ইকবালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদের সচিব কবির বীন আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার প্রমুখ। সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. বিধান চন্দ্র দাস। এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। আলোচনা শেষে জিয়াউল হক জিয়াকে সভাপতি ও এস আই সোহেলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণের (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়