সমাজকল্যাণমন্ত্রী : ভিক্ষুক নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে মোবাইল কোর্ট

আগের সংবাদ

বৈশ্বিক সংকটে চাপা প্রত্যাবাসন : রোহিঙ্গা শরণার্থী

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কম্বল বিতরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন কল্লোল ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কোহেলী কুদ্দুস মুক্তি এসব শীতবস্ত্র বিতরণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। অন্যদের মধ্যে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি রাজকুমার কাসি, যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ সরকার গুরুদাসপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাজেম আলী মলিন প্রমুখ।

মিছিল সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি : পল্টন হত্যাকাণ্ড দিবসে গাইবান্ধায় সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে কমিউনিস্ট পার্টির মহাসমাবেশে বোমা হামলা করা হলে শহীদ হন কমরেড হিমাংশু, মজিদ, হাসেম, মোক্তার ও বিপ্রদাস। আহত হন অনেক কমরেড। গতকাল শুক্রবার সকালে সিপিবি, গাইবান্ধা জেলা কার্যালয় চত্বরে কমরেড সুভাষ রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহাদত হোসেন লাকু, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহসাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, ক্ষেতমজুর নেতা ময়নুল কবীর মণ্ডল প্রমুখ। পরে একটি লাল পতাকা মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।

মাদকবিরোধী সমাবেশ

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি : ছাগলনাইয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ এবং মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুলতান আহামদ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল শুক্রবার দুপুরে ছাগলনাইয়ার বটতলী বাজারে এ অন্ষ্ঠুানে প্রধান অতিথির ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ওসি সুদ্বীপ রায়, ইউপি চেয়ারম্যান শাহাজাহান মিনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মাঈন উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

পুরস্কার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের রাজবাটী সরকারি শিশু পরিবারের (বালক) আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সরকারি শিশু পরিবার দিনাজপুরের উপতত্ত্বাবধায়ক মাহমুদা নুসরাত জাহান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়