সমাজকল্যাণমন্ত্রী : ভিক্ষুক নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে মোবাইল কোর্ট

আগের সংবাদ

বৈশ্বিক সংকটে চাপা প্রত্যাবাসন : রোহিঙ্গা শরণার্থী

পরের সংবাদ

চান্দিনায় শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চান্দিনা উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে চান্দিনা পৌরসভা কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এইচ এম আবুল কাশেম, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, মাইজখার মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি লুৎফর রেজা খোকন, বাড়েরা আলাবক্স বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান ও জেলা পরিষদের সদস্য মো. বজলুর রহমান। সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান আক্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, মধুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আরিফুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়