সমাজকল্যাণমন্ত্রী : ভিক্ষুক নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে মোবাইল কোর্ট

আগের সংবাদ

বৈশ্বিক সংকটে চাপা প্রত্যাবাসন : রোহিঙ্গা শরণার্থী

পরের সংবাদ

কথা দিয়ে মন জয়

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গোল্ডেন গেøাব অ্যাওয়ার্ডসের ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডের মঞ্চে পরিচালক এসএস রাজামৌলি যা যা বললেন তাতে তিনি সবার মন জয় করে নিয়েছেন। তার এই দুর্দান্ত বক্তব্য ভক্তদের তো বটেই, সিনে জগতের তাবড় তাবড় রথী-মহারথীদের মন জয় করে নিয়েছে তিনি। কঙ্গনা রানাওয়াত, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, মালাইকা আরোরা, সামান্থা রুথ প্রভু, অনন্যা পান্ডে সবাই তার এই বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছেন। এই ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডের মঞ্চে এসএস রাজামৌলির আরআরআর ছবিটি দুটি পুরস্কার পেয়েছে। তার মধ্যে একটি পুরস্কার অবশ্যই নাটু নাটু গানটার জন্য। এসএস রাজামৌলির বক্তব্যটিকে ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করে আলিয়া লেখেন, ‘এই মুহূর্তের জন্য কোনো শব্দই যথেষ্ট নয়।’ আলিয়া ভাটকে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে রামচরণের বিপরীতে। এই ছবিতে জুনিয়র এনটিআর এবং অজয় দেবগনকেও দেখা গিয়েছিল। বরুণ ধাওয়ানও রাজামৌলির বক্তব্যের পর তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, ‘কী দুর্দান্ত একটা মুহূর্ত!’ অনন্যা পান্ডে এই বক্তব্য ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করে লেখেন, ‘ভাষাহীন’। সামান্থা রুথ প্রভুও পরিচালকের এই বক্তব্য শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বাদ যাননি মালাইকা আরোরাও। সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে আরআরআর ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছে। আর সেই পুরস্কার নিতে উঠেই রাজামৌলি যা বলেছেন তাতে গোটা ভারতীয় বিনোদন জগৎ মুগ্ধ হয়েছে। মুগ্ধ হয়েছে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা তার অগণিত ভক্তরা। কী বলেছেন তিনি এদিন? রাজামৌলি তার বক্তব্য এদিন শেষ করেন জয় হিন্দ ধ্বনির মধ্য দিয়ে। তিনি বলেন, আমার জীবনের প্রতিটা নারীকে। আমার মা রাজনন্দিনী, আমায় শিখিয়েছেন স্কুলের শিক্ষা ওভাররেটেড। শিখিয়েছেন, উৎসাহ দিয়েছেন গল্পের বই পড়তে, কমিকস পড়তে। আমার বৌদি শ্রীভাল্লি, যিনি আমার মায়ের মতোই তিনি আমার সেরা ভার্সনটিকে সবার সামনে নিয়ে আসার জন্য উৎসাহ দিয়েছেন। আমার স্ত্রী রমা, আমার ছবির কস্টিউম ডিজাইনার। কিন্তু তার থেকেও বড় কথা ও আমার জীবনের ডিজাইনার। ও যদি না থাকত আমি আজ এখানে থাকতাম না। আমার মেয়েদের, ওরা কিছু করে না। শুধু হেসে আমার জীবনটাকে আলোয় ভরিয়ে তোলে। আমার ভারত মহান। জয় হিন্দ। ইতোমধ্যেই আরআরআর ছবিটি একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছে। একটি গোল্ডেন গেøাব, দুটি ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছে। বাফতা এবং অস্কারের জন্যও মনোনীত হয়েছে এই ছবি।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়