আইনমন্ত্রী : মানবাধিকারের উন্নতি হওয়ায় র‌্যাব নতুন নিষেধাজ্ঞায় পড়েনি

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাসী-জঙ্গি একাকার : স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর যোগসাজস, দুর্গম হওয়ায় অভিযান চালানো কঠিন

পরের সংবাদ

সিংড়ায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি : সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত কৃষক মিঠু ফকির (২৭) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিঠু ফকির উপজেলার কলম ইউনিয়নের কালিনগর গ্রামের সালাম ফকিরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালিনগর গ্রামে জমি নিয়ে কৃষক মিঠু ফকির ও তার চাচাত ভাই জসিম উদ্দিনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে মিঠু ফকির ও তার বাবা সালাম ফকির ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মিঠুর মৃত্যু হয়।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়