আরো এক মামলায় রফিকুল মাদানীর বিচার শুরু

আগের সংবাদ

নাশকতার শঙ্কায় সতর্ক আ.লীগ : ষড়যন্ত্র ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ ক্ষমতাসীন দলের, ‘পাল্টা কর্মসূচি’তে অস্বস্তি বিএনপির

পরের সংবাদ

ব্রিটিশ কাউন্সিলের চাকরি ছেড়ে চায়ের দোকান!

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : চার চাকার ভ্যানে ছোট্ট চায়ের দোকানটি চালাচ্ছেন শর্মিষ্ঠা ঘোষ। দিল্লি ক্যান্টের গোপীনাথ বাজারের ভ্রাম্যমাণ এই চায়ের দোকানের মালিক ইংরেজিতে স্নাতকোত্তর। চায়ের দোকান দেবেন বলে ছেড়েছেন ব্রিটিশ কাউন্সিলের চাকরি। নিজস্ব কিছু করবেন বলে ব্রিটিশ কাউন্সিলের লোভনীয় চাকরিটা ছেড়েছেন শর্মিষ্ঠা। চায়ের বিখ্যাত চেইন শপ ‘চায়স’-এর মতো কিছু করার স্বপ্ন তার। ভারতজুড়ে রয়েছে এই চেইন শপের শাখা। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সঞ্জয় খান্না লিংকডিনে শর্মিষ্ঠার চায়ের দোকানের গল্পটি পোস্ট করেন। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি। পোস্টে সঞ্জয় লেখেন, ‘নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে এবং সেটা বাস্তবায়ন করতে যেকোনো ব্যক্তির অবশ্যই প্রবল আগ্রহ ও নিষ্ঠা থাকতে হবে।’ অনেক উচ্চ যোগ্যতাসম্পন্ন তরুণকে দেখেছি, যাঁরা হতাশাগ্রস্ত। পেশাদার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি উপযুক্ত চাকরির সন্ধানে রয়েছেন তারা। তাদের জন্য এই বার্তা।
এমএ পাস রুবেল ভিক্ষা করারও পরামর্শ পেয়েছেন
আরটিভি ‘অদম্য সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে রুবেল আলী। তার পাশে দাঁড়িয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান
সঞ্জয় বলেন, ‘অনেক উচ্চ যোগ্যতাসম্পন্ন তরুণকে আমি দেখেছি, যাঁরা হতাশাগ্রস্ত। পেশাদার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি উপযুক্ত চাকরির সন্ধানে রয়েছেন তারা। তাদের জন্য এই বার্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়