আরো এক মামলায় রফিকুল মাদানীর বিচার শুরু

আগের সংবাদ

নাশকতার শঙ্কায় সতর্ক আ.লীগ : ষড়যন্ত্র ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ ক্ষমতাসীন দলের, ‘পাল্টা কর্মসূচি’তে অস্বস্তি বিএনপির

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মাদক কারবারি আটক
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : হাতিয়ায় ১২০ পিস ইয়াবাসহ শাহিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে হাতিয়ার আফাজিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি চরইশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় আফাজিয়া বাজার থেকে শাহিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে পুলিশ সদস্যরা ১২০ পিস ইয়াবা জব্দ করেন । তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সমন্বয় সভা
পাবনা প্রতিনিধি : পাবনা জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভায় অবৈধ খাদ্য মজুদদার, শব্দ দুষণকারী বিরুদ্ধে এবং, ভেজাল বিরোধী অভিযান জোরদার, উপআনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মনিটর বাড়ানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, উন্নয়ন কাজ তরান্বিতকরন, অনাবাদী জমি আবাদযোগ্য করার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মণ্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।
কর্মশালা
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এএসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট এন্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্ট স্কিমের আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান।
স্বাগত বক্তব্য দেন একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের টিম ম্যানেজার আব্দুল্লাহ মোহাম্মদ কুরাইশী। কর্মশালায় অন্যদের মাঝে অংশ নেন উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়