আরো এক মামলায় রফিকুল মাদানীর বিচার শুরু

আগের সংবাদ

নাশকতার শঙ্কায় সতর্ক আ.লীগ : ষড়যন্ত্র ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ ক্ষমতাসীন দলের, ‘পাল্টা কর্মসূচি’তে অস্বস্তি বিএনপির

পরের সংবাদ

কর বকেয়া ঐশ্বরিয়ার

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : কর ফাঁকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের বিরুদ্ধে। ২১ হাজার ৯৬০ টাকা অকৃষি কর দেয়া বাকি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের। বকেয়া কর মেটানোর নোটিস পাঠানো হলো অভিনেত্রীকে। বুধবারের মধ্যে কর মিটিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন অভিনেত্রীর আইনজীবী। নাসিকের সিন্নার তালুকায় আড়ওয়াড়ি গ্রামে ২০০৯ সালে আড়াই একরের বেশি জমি কেনেন ঐশ্বরিয়া। এত বছর ধরে সময় মতো কর দিয়েও এসেছেন। এই বছরই বাকি পড়ে গিয়েছে ২১ হাজার টাকা। গণমাধ্যমে সিন্নারের তহশিলদার বলেন, ‘অভিনেত্রীর আইনজীবীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন বুধবারের মধ্যে বকেয়া কর মিটিয়ে দেয়া হবে।’ ঐশ্বরিয়ার নামে আড়াই একরের ওপর জমি রয়েছে। ১৪ বছর আগে জমিটি কিনেছিলেন অভিনেত্রী। সেখানে বায়ুশক্তি প্রকল্পে অনেক টাকা বিনিয়োগ করেন ঐশ্বরিয়া। তহশিলদার বলেন, ‘এমনটা আগে কখনো হয়নি। ১৪ বছর ধরে সময়মতো কর দিয়ে এসেছেন তিনি। শুধু এই বছরের করই দেয়া বাকি তার।’ তিনি আরো যোগ করেন, ‘আমাদের লাভের হিসাব করা শুরু হয় আগস্ট মাস থেকে। এর আগে দুবার অভিনেত্রীকে নোটিস পাঠানো হয়েছিল, কিন্তু তার তরফ থেকে কোনো উত্তর মেলেনি। গত ৯ জানুয়ারি আবারো তাকে নোটিস দেয়া হয় বকেয়া কর মেটানোর জন্য। এবার অবশ্য তাকে ১০ দিনের সময় দেয়া হয়। যাতে তার মধ্যে সব পাওনা মিটিয়ে দেন তিনি। তবে তার আইনজীবী আমাদের জানিয়েছেন, বুধবারই সব মিটিয়ে দেয়া হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়