নিউমার্কেটে সংঘর্ষ : তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

আগের সংবাদ

নামমাত্র প্রস্তুতিতে পাঠদান : বই পায়নি অনেক শিক্ষার্থী > বই, সহায়িকা ছাড়াই শিক্ষকদের প্রশিক্ষণ > নোট-গাইড ছাপার তোড়জোড়

পরের সংবাদ

অতিরিক্ত মাল পরিবহন : কুড়িগ্রামে নৌকাডুবির ঘটনায় নারী যাত্রী নিখোঁজ 

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

তৈয়বুর রহমান, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমোর নদীতে যাত্রী ও মালামাল নিয়ে পারাপারের সময় নৌকাডুবির ঘটনায় নালো বেগম (৪৫) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার দুপুরের দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবরিদল নিখোঁজ নারীকে উদ্ধারের অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ওই নারীকে পাওয়া যায়নি। 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুধকুমোর নদীর মুড়িয়া ঘাটে একটি নৌকায় ২৫/২৬ জন যাত্রীসহ ২০ মণ ধান, ২৫ মণ পাট, ২টি ঘোড়া ও ঘোড়ারগাড়ি, ৭টি বাইসাইকেল এবং অন্যান্য মালামাল নিয়ে ঘাটের পূর্বদিক থেকে পশ্চিম পাড়ে আসার জন্য যাত্রা শুরু করে।
নৌকাটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ও মালামাল নেয়ায় ঘাট থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে নৌকাটি পানিতে তলিয়ে যায়।
এ সময় নৌকার সব যাত্রী সাঁতরে কিনারে উঠতে সক্ষম হলেও নালো বেগম (৪৫) পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। নালো বেগম ওই ইউনিয়নের তেলিয়ানির কুটি এলাকার প্রতিবন্ধী নুর মোহাম্মদের স্ত্রী বলে জানা গেছে। তিনি আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন।  
খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। দীর্ঘ চেষ্টায় খুঁজে না পেয়ে তারা রংপুর ডুবুরিদল খবর দেন। বিকাল সাড়ে ৩টার দিকে রংপুর থেকে ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ নারীকে খুঁজে পাওয়া যায়নি। 
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে নিখোঁজ নারীকে খোঁজার জন্য ঠাণ্ডা উপেক্ষা করে ডুবুরিদল কাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়