পদ্মা সেতু : মোটরসাইকেল চলাচল চেয়ে হাইকোর্টে রিট

আগের সংবাদ

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিশ্বকাপে অপ্রতিরোধ্য টাইগ্রেসরা

পরের সংবাদ

ভিজিডির চাল না পেয়ে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী ফকিরের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে হতদরিদ্র নারীরা বিক্ষোভসহ ঝাড়– মিছিল করেছেন। গতকাল রবিবার ওই ইউনিয়ন পরিষদের সামনে থেকে ঝাড়–সহ বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ সড়কের শাহাগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে অবস্থান নেন তারা।
জানা যায়, রাজিবপুর ইউনিয়নের প্রায় ২০০ দুস্থ নারী ২১ মাসের ভিজিডির চাল পাননি। এ নিয়ে কয়েক দফা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে তারা ঝাড়–সহ বিক্ষোভ মিছিল করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে অনিয়ম প্রমাণিত হওয়ায় পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্যে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদনসহ চিঠি পাঠানো হয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির বলেন, নিবাচিত হওয়ার পর এপ্রিল থেকে নিয়মিত চাল দেয়া হয়েছে।
পূর্বের চেয়ারম্যানের আমলে কার্ডগুলো করা হয়। তিনি কাকে কার্ড দিয়েছেন বা দেননি সেটা জানা নেই। তিনি আরো বলেন, গত নভেম্বরে অভিযোগের পর জানতে পারি প্রকৃত কার্ডধারীরা চাল পাচ্ছেন না। ট্যাগ অফিসারের উপস্থিতিতেই চাল বিতরণ করা হয়েছে। তদন্তকালে আমার অনিয়ম হয়েছে এটা কোনেরা কার্ডধারী বলেননি। এ বিষয়ে সাবেক চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে তার মোবাইলে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়