পদ্মা সেতু : মোটরসাইকেল চলাচল চেয়ে হাইকোর্টে রিট

আগের সংবাদ

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিশ্বকাপে অপ্রতিরোধ্য টাইগ্রেসরা

পরের সংবাদ

পারকি সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : আনোয়ারার পারকি সমুদ্রসৈকতে সৌন্দর্য ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে চট্টগ্রাম বিচ ম্যানেজমেন্ট কমিটি। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। কমিটির সদস্য ও স্থানীয় চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্র নেতৃত্বে অভিযানে অংশ নেন ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন, আবদুল কাইয়ুম, উদ্যোক্তা মোহাম্মদ হাসান, সহকারী মোহাম্মদ ইমরানসহ সৈকতের দোকানদার, গ্রামপুলিশ, এলজিইডি কর্মী ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্যরা।
সৈকতের শতাধিক ঝাউবীথি কেটে ফেলা, বালু উত্তোলন, মাছের ঘেরের পানি বের করতে সৈকতের বাঁধ কাটা, সৈকতের মাটি কেটে নিয়ে অন্য জমিতে বাঁধ নির্মাণসহ নানা অবৈধ কাজে পুরো সৈকতে তৈরি হয়েছে ময়লার স্তূপ। এছাড়া বালু উত্তোলন কাজে ব্যবহৃত কয়েকশ ফুটের পাইপ বসানো হয়েছে সৈকতের বুকে। পাইপ নেয়ার জন্য কাটা হয়েছে বেড়িবাঁধও। দক্ষিণ পাড়ে মাছের ঘেরের পানি বের করার জন্য কেটে ফেলা হয়েছে বাঁধ। বন বিভাগের নিলামে কাটা ঝাউবীথির গাছের গোড়া পড়ে আছে সৈকতের বিভিন্ন স্থানে। এখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। এতে সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে। মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা।
চট্টগ্রাম বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও স্থানীয় চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্ বলেন, পারকি সৈকত দক্ষিণ চট্টগ্রামসহ পুরো চট্টগ্রামের ভ্রমণপিপাসুদের কাছে একটি আকর্ষণীয় পর্যটন স্পট। এটি রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি বিচের সৌন্দর্য রক্ষা করতে নিজেদের সচেতন হতে এবং যত্রতত্র প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ফেলে সৈকতের সৌন্দর্য না করার জন্য পর্যটকদের প্রতি অনুরোধ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়