পদ্মা সেতু : মোটরসাইকেল চলাচল চেয়ে হাইকোর্টে রিট

আগের সংবাদ

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিশ্বকাপে অপ্রতিরোধ্য টাইগ্রেসরা

পরের সংবাদ

চন্দ্রগঞ্জে সপ্তাহব্যাপী হযরত দেওয়ানশাহ মেলার উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চন্দ্রগঞ্জ (ল²ীপুর) প্রতিনিধি : ল²ীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ফকির হযরত দেওয়ানশাহ (র.) মাজার প্রাঙ্গণে সপ্তাহব্যাপী মেলা শুরু হয়েছে। গতকাল রবিবার মেলার উদ্বোধন করেন ল²ীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু। এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্ডাক্টর, সহসভাপতি শাহজাহান কামাল, মেলা পরিচালনা কমিটির সভাপতি মুনছুর আহম্মদ ও সাধারণ সম্পাদক এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।
সপ্তাহব্যাপী শুরু হওয়া এ মেলায় এবার ৫ শতাধিক স্টল স্থান পেয়েছে। এখানে কাঠ, স্টিল ও বেতের তৈরি দেশীয় সামগ্রী, বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা, কসমেটিকস, রকমারি দেশীয় খাবারের দোকানসহ নাগরদোলা, পুতুলনাচ, হোন্ডাখেলা, জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়