রাষ্ট্রপতির ভাষণের আলোচনায় এমপিরা : শেখ হাসিনার নেতৃত্বে ফের ক্ষমতায় আসার প্রত্যয়

আগের সংবাদ

বরিশালে ড্রেজিং করা বালু ফের নদীতে, খোয়া যাচ্ছে টাকা!

পরের সংবাদ

ফুলবাড়ী : মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালত, ড্রেজার ও সরঞ্জাম জব্দ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দীর্ঘদিন ধরে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের ছোট যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তুলে আসছিল একটি চক্র। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ড্রেজার ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যায়। গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীকে সঙ্গে নিয়ে এ অভিযান চালান। দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়ায় নদী থেকে বালু উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি বালু উত্তোলনের মেশিন, ৬টি স্টিলের বেলচা, ২টি কোদাল, ৩টি রেন্স জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার, ফুলবাড়ী থানার পুলিশসহ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করি। খবর পেয়ে বালুর উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। আমরা সেখানে থাকা মেশিনপত্র জব্দ করি। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়