ঢাকা-ওয়াশিংটন : রোহিঙ্গা, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

আগের সংবাদ

একাদশ শ্রেণিতে ভর্তি : শিক্ষার্থী পায়নি ২০০ প্রতিষ্ঠান

পরের সংবাদ

সীতাকুণ্ড : পাঁচ ব্যবসায়ীর ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে মহাসড়কে ইটবালু রেখে ব্যবসা করায় পাঁচ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার বিকালে উপজেলার কুমিরা থেকে বারআউলিয়া এলাকা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, চট্টগ্রাম মহাসড়ক দখল করে ইট বালুর ব্যবসা করে আসছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। তাদের মহাসড়ক ছেড়ে দেয়ার জন্য ইতিপূর্বে মাইকিং করে নির্দেশনা দিয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেননি।
তিনি বলেন, সড়কের উপর পাথর, বালু ও ইটের স্তূপ করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে উপজেলার ছোট কুমিরা বাজার এলাকার রাহাত ট্রেডার্সের মালিক মো. ওসমান গনিকে ১০ হাজার টাকা, নাজমা ট্রেডার্সের মো. আবির হাসানকে ১০ হাজার টাকা, মো. সেলিমকে ১০ হাজার টাকা, সোনাইছড়ি ইউনিয়নের আল ফরিদ এন্টারপ্রাইজের মালিক ফরিদকে ২০ হাজার টাকা ও একই এলাকার ইমরান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়