ঢাকা-ওয়াশিংটন : রোহিঙ্গা, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

আগের সংবাদ

একাদশ শ্রেণিতে ভর্তি : শিক্ষার্থী পায়নি ২০০ প্রতিষ্ঠান

পরের সংবাদ

যশোরে ১২ দিনের আন্তর্জাতিক নাট্য উৎসব শুরু কাল

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

যশোর প্রতিনিধি : জেলায় ১২ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উৎসব আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। এতে বাংলাদেশ-ভারতের ১২টি দল নাটক মঞ্চস্থ করবে। থিয়েটার ক্যানভাস আয়োজিত নাট্য উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চস্থ হবে। নাট্য উৎসবে উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। গতকাল মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। যশোর আন্তর্জাতিক নাট্য উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু জানান, উৎসবের ১২ দিন সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে একটি করে ১২টি নাটক মঞ্চস্থ হবে। উৎসবের দ্বিতীয় দিন ১৩ জানুয়ারি সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় থিয়েটার ক্যানভাসের আয়োজনে নাট্যকলা, উচ্চ শিক্ষা ও পেশা শিরোনামে একটি থিয়েটার সেমিনার অনুষ্ঠিত হবে।
উৎসবে ১২ জানুয়ারি মঞ্চস্থ হবে জয়তুন বিবির পালা (আহির বাংলা-ঢাকা), ১৩ জানুয়ারি নিত্যপুরাণ (দেশ নাটক-ঢাকা), ১৪ জানুয়ারি প্রার্থিনী (সাধনা আর্টস এন্ড থিয়েটার, ঢাকা), ১৫ জানুয়ারি হাছনজানের রাজা (প্রাঙ্গণেমোর-ঢাকা), ১৬ জানুয়ারি উজানে মৃত্যু (পালাকার-ঢাকা), ১৭ জানুয়ারি লালসালু (থিয়েটার ক্যানভাস, যশোর), ১৮ জানুয়ারি কোথায় জলে মরাল চলে (নাট্যম রেপাটর্রি, ঢাকা), ১৯ জানুয়ারি পুর্ণ্যাহ (নাট্যকেন্দ্র-ঢাকা), ২০ জানুয়ারি শোধ (স্টেইজ ওয়ান-ঢাকা), ২১ জানুয়ারি সার্কাস সার্কাস (প্রাচ্যনাট-ঢাকা), ২২ জানুয়ারি অংশুপট উপাখ্যান (শান্তিপুর সাংস্কৃতিক, ভারত), ২৩ জানুয়ারি কহে বীরাঙ্গনা (মণিপুরী থিয়েটার-মৌলভীবাজার)। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, সচেতন নাগরিক কমিটির সভাপতি শাহীন ইকবাল, প্রেস ক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, থিয়েটার ক্যানভাস যশোর প্রধান সম্পাদক কামরুল হাসান
রিপন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়