ঢাকা-ওয়াশিংটন : রোহিঙ্গা, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

আগের সংবাদ

একাদশ শ্রেণিতে ভর্তি : শিক্ষার্থী পায়নি ২০০ প্রতিষ্ঠান

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আইনশৃঙ্খলা সভা
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলী উপজেলা পরিষদের উদ্যোগে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদের ইছামতি হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল-ইমরানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, থানার ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ।
কম্বল বিতরণ
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : ফুলছড়িতে শীতার্ত দুস্থ মানুষের মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার সকালে কালিরবাজারস্থ প্রশিকা ফুলছড়ি উন্নয়ন এলাকা কার্যালয়ে ২০০ পরিবারকে একটি করে কম্বল দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান। প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার ওসি কাওছার আলী এবং প্রশিকার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রান ও পুনবার্সন কর্মসূচির উপপরিচালক ও বিভাগ প্রধান নুরুল ইসলাম রেনু, গাইবান্ধা এলাকা ব্যবস্থাপক রিপন খান, ফুলছড়ি উন্নয়ন এলাকা ব্যবস্থাপক শামসুল আলম প্রমুখ।
বৃত্তি প্রদান
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : মাওলানা এমদাদুর রহমান (র.) মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলার এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. আবু নঈম শেখ। প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ মহি উদ্দিন। বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন। সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম। আলোচনা সভার পর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।
আসামি গ্রেপ্তার
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়ায় ৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জিআর মামলায় ৯ বছরের সাজাপ্রাপ্ত মো. লেয়াকত আলী, সরোয়ার কামাল, নুর কামাল, মাদক মামলায় মোঃ আব্দুল ওয়াজেদ প্রকাশ ওয়াহেদ আলী ও মোঃ মোক্তার হোসেন। পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমানের নির্দেশনায় সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাতের নেতৃত্বে গত সোমবার রাতে বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়