ঢাকা-ওয়াশিংটন : রোহিঙ্গা, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

আগের সংবাদ

একাদশ শ্রেণিতে ভর্তি : শিক্ষার্থী পায়নি ২০০ প্রতিষ্ঠান

পরের সংবাদ

জাগরণী সংসদ : ঝিকরগাছায় কম্বল পেল ৩৫০ শীতার্ত পরিবার

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছায় ৩৫০ শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছে জাগরণী সংসদ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাগরণী আওয়ার স্কুল প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাগরণী আওয়ার স্কুলের প্রিন্সিপাল আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুল ইসলাম, জাগরণী সংসদের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহীদ, সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম হিরু, সোহেল হাওলাদার, অর্থ সম্পাদক আজম মো. ড্যানি, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিদুল বাদল, গোলাম মোস্তফা পিরালি, গোলাম মোস্তফা সুমন, মঈন আহমেদ প্রমুখ।
সংগঠনের সভাপতি মুনিরুল আলম মিশর বলেন, ঝিকরগাছার ঐতিহ্যবাহী এই যুব সংগঠনের উদ্যোগে প্রতিবারের মতো এবারো ৩৫০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়