ঢাকা-ওয়াশিংটন : রোহিঙ্গা, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

আগের সংবাদ

একাদশ শ্রেণিতে ভর্তি : শিক্ষার্থী পায়নি ২০০ প্রতিষ্ঠান

পরের সংবাদ

কাজ না করেও কাবিটার টাকা উত্তোলনের চেষ্টা

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) থেকে : ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নে হতদরিদ্রের ৪০ দিনের শ্রমিক দিয়ে কাবিটা প্রকল্পে কাজ করানো হচ্ছে। আর ১১৯ জন শ্রমিকের মধ্যে ৯ ওয়ার্ডে প্রতিদিন কমপক্ষে ২৭ জন শ্রমিক অনুপস্থিত থাকছেন। কাজ না করেও দুদিনের টাকা উত্তোলনের চেষ্টা করা হচ্ছে। একাধিক দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিন) কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরে ১১৯ জন শ্রমিক রয়েছেন। প্রতি শ্রমিক দিনে ৪শ টাকা করে মোট ১৬ হাজার টাকা পাবেন।
একাধিক প্রকল্পে ৯ ওয়ার্ডে মাত্র ৩ জনকে প্রকল্প চেয়ারম্যান করা হয়েছে। ১১৯ শ্রমিকের মধ্যে ২৭ শ্রমিক কাজে আসে না এমন চিত্র সরজমিন গিয়ে দেখা গেছে। ফলে সরকারের ২৭ শ্রমিকের পারিশ্রমিক ৪ লাখ ৩২ হাজার টাকা গচ্ছা যাচ্ছে। রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদ বলেন, প্রচণ্ড শীতের কারণে কাজের গতি কম তবে শ্রমিক উপস্থিতি ঠিক আছে।
তবে ৯ নম্বর ওয়ার্ডে দেখা যায়, ৪০ দিনের ৯ জন শ্রমিক হাসানপুর আবাসনের পাশে ৩ লাখ ৪৩ হাজার টাকার কাবিটা প্রকল্পের রাস্তায় কাজ করছেন।
শ্রমিকদের কাছে সেখানে কাজ করার কারণ জানতে চাইলে বলেন, ইউপি মেম্বর রফিকুল ইসলাম সাহেব আমাদের এখানে কাজ করতে বলেছেন।
ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, কাবিটা প্রকল্পের চেয়ারম্যান আমি। ৪০ দিনের শ্রমিক দিয়ে ওই প্রকল্পে ঘাস লাগানো ও অন্যান্য কাজ করানো হচ্ছে।
এদিকে এ ইউনিয়নে ১ দিন পরে কাজ শুরু করা হয়েছে এবং বড় দিনে কোনো কাজ করানো হয়নি শ্রমিকদের দিয়ে। এ দুদিনের টাকা উত্তোলনের জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, শ্রমিক কম আছে কিনা আমার জানা নেই। প্রকল্পটি দেখভাল করেন ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ।
শ্রমিক কম হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। ৪০ দিনের শ্রমিক দিয়ে কাবিটা প্রকল্পে কাজ করানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে বলেন, এমনটি হওয়ার কথা না। যদি এ ঘটনা সত্য হয় অবশ্যই প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়