‘রেজা বাহিনী’ থেকে রেহাই চান হোটেল ব্যবসায়ী

আগের সংবাদ

২৭ দফাই হবে ভোটের ইশতেহার : বিএনপির ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ ঘষামাজার কাজ চলছে > নেয়া হবে সব স্তরের মানুষের মত

পরের সংবাদ

বিসিআরইসিএল : বাবিউবোর সঙ্গে পিপিএ স্বাক্ষর

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) ও বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিআরইসিএল)-এর মধ্যে বাস্তবায়নাধীন সিরাজগঞ্জ ৬৮ মে.ও. সোলার পার্ক প্রকল্পের বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। বিজ্ঞপ্তি
বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-এর চেয়ারম্যান মুনীরা সুলতানা, বাবিউবো’র চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম কিবরিয়া।
এসময় বিদ্যুৎ বিভাগের আওতাধীন অন্যান্য দপ্তর, সংস্থা ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পিপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাগত রাখেন বিসিআরইসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ. এম. খোরশেদুল আলম। উল্লেখ্য, একই সময় সংশ্লিষ্ট বিষয়ে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টও (আইএ) স্বাক্ষরিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়