কুমিল্লাকে হারের স্বাদ দিল রংপুর

আগের সংবাদ

বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য বাড়ানোয় জোর প্রধানমন্ত্রীর

পরের সংবাদ

রাউজানে ৪৪ শতক খাস জমি উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির দখলে থাকা ৪৪ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার জমি উদ্ধারের এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার ও রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রিদুয়ানুল ইসলাম।
গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার জানান, উদ্ধার করা জমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি অনুযায়ী ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প নির্মাণ শুরু হয়েছে।
এই জায়গায় ২০ ভূমিহীন পরিবারের পুনর্বাসন করা হবে।
ওই উদ্ধার অভিযানে প্রশাসনকে সহায়তা করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন দে, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদসহ স্থানীয় লোকজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়