৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদ অধিবেশন

আগের সংবাদ

চ্যালেঞ্জ অনেক, প্রত্যয়ী আ.লীগ : অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা > সরকারের উন্নয়ন তুলে ধরা ও অপপ্রচারের জবাব দেয়া

পরের সংবাদ

বলিউডের বহুল প্রতীক্ষিত

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

২০২২ সালটা দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রিগুলোর জন্য স্মরণীয় হয়ে থাকলেও বলিউডের জন্য বছরটি ছিল দুঃস্বপ্নের। বড় তারকা, বড় বাজেট কোনোকিছুই ভাগ্য বদলাতে পারেনি বলিউড বক্স অফিসের। একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়েছে বছরটিতে। তবে সব ব্যর্থতাকে পেছনে ফেলে এ বছর বলিউড ফিরছে নতুন উদ্যমে। ২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলতে আসছে বলিউডের বহুল প্রতীক্ষিত কয়েকটি সিনেমা। খোঁজ জানাচ্ছে মেলা

পাঠান
সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে আলোচিত সিনেমা শাহরুখ খানের ‘পাঠান’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা। এরই মধ্যে এ সিনেমার প্রকাশিত দুটি গান দর্শকের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি।

টাইগার থ্রি
সালমান খান অভিনীত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’ দিয়ে প্রথমবারের মতো স্পাই ইউনিভার্সের পাঠান ও টাইগারের মধ্যে ক্রসওভার করতে যাচ্ছেন প্রযোজক আদিত্য চোপড়া। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘টাইগার থ্রি’।

‘কিসি কা ভাই কিসি কি জান’
মুক্তির অপেক্ষায় রয়েছে সালমানের আরো একটি সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমাটি এ বছরের ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।

আদিপুরুষ
প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রভাস অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল ১২ জানুয়ারি। কিন্তু টিজার প্রকাশের পর এর ভিএফএক্স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পিছিয়ে গেছে মুক্তি। সবকিছু ঠিক থাকলে এ বছরের জুনে মুক্তি পাবে সিনেমাটি। মহাকাব্যিক উপন্যাস রামায়ণের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটিতে প্রভাস ছাড়াও অভিনয় করছেন সাইফ আলী খান ও কৃতি শ্যানন।

রকি অর রানী কি প্রেম কাহিনী
রোম্যান্টিক সিনেমা ‘রকি অর রানী কি প্রেম কাহিনী’ দিয়ে ৭ বছর পর পরিচালক হিসেবে ফিরছেন করণ জোহর। জুটি হয়ে হাজির হচ্ছেন রণবীর সিং ও আলিয়া ভাটও। এ বছরের ২৮ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।
স্যাম বাহাদুর
অন্যদিকে ‘স্যাম বাহাদুর’ সিনেমা দিয়ে আবারো পরিচালকের আসনে আসছেন মেঘনা গুলজার। ভারতের অন্যতম সেরা যুদ্ধ নায়ক স্যাম মানেকশের জীবনী নিয়ে নির্মিত এ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। ২০২৩ সালের ১ ডিসেম্বর সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জওয়ান
বলিউড বাদশা শাহরুখ খানের আরো একটি প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। পরিচালনায় তামিলের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি। শাহরুখের ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটিতে অভিনয় করছেন বলিউড এবং দক্ষিণের একঝাঁক তারকা। এ বছরের ২ জুন মুক্তি পাবে ‘জওয়ান’। এছাড়াও ‘ডানকি’ সিনেমায় জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছেন শাহরুখ। ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে এটি।

অ্যানিমেল
‘শমশেরা’ ও ‘ব্রহ্মাস্ত্র’র পর আবারো অ্যাকশন সিনেমায় ফিরছেন বলিউড তারকা রণবীর কাপুর। পরিচালনা করছেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত নির্মাতা স›দ্বীপ রেড্ডি। প্যান ইন্ডিয়ান সিনেমা ‘অ্যানিমেল’ মুক্তি পাবে আগামী ১১ আগস্ট।

শেহজাদা
বলিউডের নতুন প্রজন্মের তারকা কার্তিক আরিয়ানকে নিয়ে রোহিত ধাওয়ান পরিচালিত ‘শেহজাদা’ মুক্তি পাচ্ছে এ বছর। ২০২২ এ কার্তিক অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’র বিশাল সাফল্যের পর তাকে নিয়ে সবার আগ্রহ আকাশচুম্বী। ধারণা করা হচ্ছে, ‘শেহজাদা’ সিনেমা দিয়ে বক্স অফিসে নিজের অবস্থান আরো শক্তিশালী করতে যাচ্ছে কার্তিক।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়