৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদ অধিবেশন

আগের সংবাদ

চ্যালেঞ্জ অনেক, প্রত্যয়ী আ.লীগ : অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা > সরকারের উন্নয়ন তুলে ধরা ও অপপ্রচারের জবাব দেয়া

পরের সংবাদ

তেইশ সালের নতুন জুটি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

২০২২ সালকে পেছনে ফেলে নতুন বছরে নতুন করে প্রস্তুতি নিচ্ছেন
বলিউড নির্মাতারা। এ বছর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোতে
দেখা যাবে কয়েকটি নতুন জুটিকে। চলুন দেখে নেয়া যাক ২০২৩
সালে বলিউডের যে নতুন জুটিগুলো তার বিস্তারিত
রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুর
সম্প্রতি প্রকাশ করা হয়েছে নির্মাতা লভ রঞ্জনের পরবর্তী সিনেমার নাম। তার শেষ ছবি ‘সোনু কে টিটু কি সুইটি’-এর মতোই অদ্ভুত নাম নিয়ে আসছেন লভ রঞ্জন। এই পরিচালকের নতুন সিনেমার নাম ‘তু ঝুঠি মে মাক্কার’। আর এই সিনেমার মাধ্যমে বলিউড পেতে যাচ্ছে নতুন জুটি। যদিও রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অনেক লম্বা সময় ধরে বলিউডে কাজ করছেন, এই দুই তারকাকে একসঙ্গে সিনেমায় দেখা যায়নি এর আগে। রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর জুটির এই সিনেমাটি রোম্যান্টিক কমেডি গল্পে নির্মিত হতে যাচ্ছে। অদ্ভুত নাম এবং নতুন জুটির কারণে সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা অনেক। ২০২৩ সালের হোলিতে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা।

কৃতি শ্যানন-প্রভাস
ওম রাউত পরিচালিত প্যান ইন্ডিয়া সিনেমা ‘আদিপুরুষ’ দিয়ে বড় পর্দায় জুটি হয়ে আসছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন এবং প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস। রামায়ণের ওপর ভিত্তি করে নির্মাণাধীন এই সিনেমাটিতে প্রভাস এবং কৃতি শ্যানন যথাক্রমে রাম এবং সীতার চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটিতে কৃতি শ্যানন এবং প্রভাস জুটির পর্দা রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। এছাড়া এই দুই তারকার বাস্তবে প্রেমের গুঞ্জনে এই জুটি নিয়ে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। এ বছরের জুনে ভারতে পাঁচ ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পেতে যাচ্ছে ‘আদিপুরুষ’।

হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন
আগামী বছরে পর্দায় আসছে এমন জুটিগুলোর মধ্যে অন্যতম প্রত্যাশিত জুটি হতে যাচ্ছে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন। বলিউডে হৃতিক রোশন ২২ বছর ধরে আর দীপিকা পাড়ুকোন ১৫ বছর ধরে কাজ করলে এই প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন এই দুই তারকা। সিদ্ধার্ত আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমার মাধ্যমে জুটি হয়ে হাজির হচ্ছেন হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন। জানা গেছে, ভারতের প্রথম এরিয়েল অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে ‘ফাইটার’। হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করছেন অনিল কাপুর।

বরুণ ধাওয়ান-জাহ্নবী কাপুর
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় জুটি হয়ে আসছেন বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর। সিনেমাটির দৃশ্যধারণের কিছু ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে। প্রকাশিত কিছু প্রতিবেদন থেকে জানা গেছে এখন পর্যন্ত বরুণ ধাওয়ানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে ‘বাওয়াল’। সবকিছু ঠিক থাকলে সাজিদ নাদিওয়ালা প্রযোজিত এই সিনেমাটি ২০২৩ সালে এপ্রিলে মুক্তি পেতে যাচ্ছে।

ভিকি কৌশল-সারা আলি খান
পরিচালক লক্ষণ উতেকারের নতুন সিনেমায় জুটি হয়ে আসছেন বলিউডের নতুন প্রজন্মের দুই জনপ্রিয় তারকা সারা আলি খান এবং ভিকি কৌশল। লক্ষণ উতেকার এর আগে ‘লুকা চুপি’ এবং ‘মিমি’ সিনেমাগুলো পরিচালনা করেছেন, যেখানে প্রধান চরিত্রে ছিলেন কৃতি শ্যানন। ভিকি কৌশল এবং সারা আলি খান জুটির নতুন এই সিনেমাটির দৃশ্যধারণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। নাম ঠিক না হওয়া এই সিনেমার মুক্তি চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করেননি নির্মাতারা। তবে জানা গেছে এ বছরই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

শাহরুখ খান-নয়নতারা
বলিউড বাদশা শাহরুখ খান এবং দক্ষিণের সিনেমার লেডি সুপারস্টার বড় পর্দায় জুটি হয়ে আসছেন আগামী বছর। তামিলের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমায় দেখা যাবে এই জুটিকে। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানা গেছে। সিনেমাটি ২০২৩ সালের ২ জুন হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাহরুখ খান এবং নয়নতারা ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভারসহ আরো অনেকে।

শাহরুখ খান-তাপসী পান্নু
বলিউডের ইতিহাসের অন্যতম জনপ্রিয় এবং সফল নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত পরবর্তী সিনেমায় অভিনয় করছেন শাহরুখ খান। আর এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে জুটি হয়ে আসছেন বলিউড বাদশা শাহরুখ খান এবং তাপসী পান্নু। ‘ডানকি’ নামের এই সিনেমাটির দৃশ্যধারণের কাজ বর্তমানে পুরোদমে চলছে। বলা হচ্ছে যে, বলিউডের সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হতে যাচ্ছে ‘ডানকি’। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ক্রিসমাসে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।

সালমান খান-পূজা হেগরে
এ বছরের ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান অভিনীত নতুন সিনেমা ‘কিসিকা ভাই কিসিকি জান’। আর সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় জুটি হয়ে আসছেন পূজা হেগরে এবং সালমান খান। পারিবারিক ড্রামা এবং অ্যাকশন গল্পের সিনেমাটিতে পূজা হেগরে প্রথমবারের মতো বলিউডের ভাইজানের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন। সালমান খানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন ফরহাদ সামজি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন ভেংকেটাস দাজ্ঞুবতি এবং জগপতি বাবু।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়