৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদ অধিবেশন

আগের সংবাদ

চ্যালেঞ্জ অনেক, প্রত্যয়ী আ.লীগ : অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা > সরকারের উন্নয়ন তুলে ধরা ও অপপ্রচারের জবাব দেয়া

পরের সংবাদ

জামালপুর : ললিতা বেগুন চাষে আগ্রহী হচ্ছে কৃষক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সাইমুম সাব্বির শোভন, জামালপুর : জামালপুরের ইসলামপুর উপজেলায় ললিতা বেগুন চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। এবার এই অঞ্চলে ললিতা বেগুনের বেশ ভালোই ফলন হয়েছে। কৃষক ভালো দাম পাওয়ায় ললিতা বেগুন চাষে সাড়া ফেলেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
স্থানীয় কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে এ উপজেলার ১৬৪০ হেক্টর জমিতে বেগুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এ পর্যন্ত ১৬৬০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে। এর মধ্যে ললিতা বেগুনের পরিমাণই বেশি।
সরজমিন দেখা যায়, উপজেলার সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর এলাকায় মাঠের পর মাঠ শুধু বেগুনের ক্ষেত আর ক্ষেত। ক্ষেতগুলোতে পানি ও কীটনাশক দেয়া এবং পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। ক্ষেতগুলোতে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন। সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর এলাকার বেগুন চাষি তোতা মিয়া বলেন, ‘ললিতা বেগুন চাষে ভালো লাভ হচ্ছে আমাদের। আমরা এবার বেশ ভালোই লাভবান হচ্ছি। কয়েকবার তুলে বিক্রি করেছি। আগে এক শতাংশে অন্য বেগুন ১০-১৫ কেজি হতো। এখন সেখানে ২০-২৫ কেজি বেগুন পাচ্ছি।’
একই এলাকার কৃষক মো. জাকারিয়া বলেন, ‘বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের একটি প্রকল্প থেকে আমাকে ললিতা বেগুন চাষের বিষয়ে প্রাথমিক ধারণা ও হাইব্রিড জাতের বীজ দিয়েছিল। ওই হাইব্রিড জাতের বীজে ভালো ফলন হয়। এরপর থেকে আমরা লাভবান হচ্ছি।’
তিনি আরো বলেন, ‘অন্য ফসলের চেয়ে ললিতা বেগুন চাষে খরচ ও পরিশ্রম কম। এ ফসলে ফলন ও দাম বেশি পাওয়া যায়। এতে কৃষকের লাভ বেশি হয়। এজন্য ললিতা বেগুন চাষে কৃষকের আগ্রহ বেড়েছে।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএলএম রেজুওয়ান বলেন, কৃষক দাম বেশি পাওয়ায় ললিতা বেগুন চাষে আগ্রহ বেড়েছে। কারণ এই বেগুনে পোকা কম ধরে। এছাড়া গুণগত মানেও এই বেগুন খুব ভালো। ভোক্তারও চাহিদা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়