সিইসি কাজী হাবিবুল আউয়াল : শান্তিপূর্ণ গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোট পড়েছে ৩৫ শতাংশ

আগের সংবাদ

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী : নির্বাচনের আগে দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে > উদ্ভট ধারণা প্রশ্রয় দেবেন না

পরের সংবাদ

নৌবাহিনীর অভিযান : সমুদ্রে ইঞ্জিন বিকল হওয়া বোট থেকে ১৫ জেলে উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কক্সবাজারে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৮ দিন বঙ্গোপসাগরে ভেসে থাকা একটি ফিশিং বোট থেকে ১৫ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত বুধবার নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ গভীর সমুদ্রে জরীপ কাজে নিয়োজিত থাকাকালে তাদের উদ্ধার করে। আইএসপিআর
পরে উদ্ধারকৃত ১৫ জেলে ও তাদের ফিশিং বোট
‘নিশি পদ¥া’ কক্সবাজারের ইনানী সংলগ্ন জেটিতে বোটের মালিক মো. জসিম উদ্দিনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ‘নিশি পদ¥া’ নামে ফিশিং বোটটি গত ২৪ ডিসে¤¦র কক্সবাজারের বাঁশখালী থেকে ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে গমন করে। পথিমধ্যে গত ২৮ ডিসে¤¦র গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
অন্যদিকে নৌবাহিনী জাহাজ অনুসন্ধান গভীর সমুদ্রে জরিপ কাজে নিয়োজিত থাকাকালে গত ৪ জানুয়ারি ভাসমান অবস্থায় বোটটির অবস্থান সনাক্ত করে। পরে নৌবাহিনী জাহাজ বোটটিকে জেলেসহ উদ্ধার করে।
উদ্ধার জেলেরা হলেন উসমান সরোয়ার, মো. আবুল বাশার, মো. কাওসার, মো. জয়নাল আবেদীন, মো. আবদুর রহমান, মো. তরিকুল ইসলাম, মো. সৈয়দ, মো. আনসার, বদিউল আলম, দিদারুল ইসলাম,
মো. আরাফাত, তরিকুল্লাহ, জহির আলম, মো. ইউসুফ এবং সালাউদ্দিন। তারা অধিকাংশই বাশখালী ও কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়