বোটানিক্যাল গার্ডেনে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীর স্বীকারোক্তি

আগের সংবাদ

বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা : কী করছেন কূটনীতিকরা

পরের সংবাদ

‘নজরুল সংগীত আদি সুরে’ : ইউটিউব চ্যানেলে শেলু বড়–য়ার শত গান প্রকাশ

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নজরুল সংগীতশিল্পী ও শিক্ষক শেলু বড়–য়া বছর দুয়েক আগে এক ভিন্ন রকমের উদ্যোগ নিয়েছিলেন। যেখানে ২০টি নজরুলগীতি নিয়ে শুরু করেছিলেন ‘নজরুল সংগীত আদি সুরে’ নামের ইউটিউব চ্যানেল! যার উদ্দেশ্য ছিল গোটা বিশ্বের নজরুলপ্রেমীদের সঠিক কথা-সুরে গান শেখানো।
সেই পরিকল্পনায় ব্যাপক সাড়া পেয়েছেন শেলু বড়ুয়া, হাঁকালেন শতক। এর মধ্যে ১০০টি গানের মাইলফলক পূর্ণ করেছে চ্যানেলটি।
এ প্রসঙ্গে শেলু বড়ুয়া বলেন, আমি এমন কিছু রেখে যেতে চাই যেন ১০০ বছর পরেও কেউ চাইলে এই চ্যানেলটি থেকে শুদ্ধ কথা-সুরে নজরুলগীতি শিখতে পারে। সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। মাত্র ২০টি গান দিয়ে শুরু করে এখন শতকের ঘর অতিক্রম করেছি। এটা আমার জন্য পরম শান্তির।
সরকারি সংগীত কলেজের প্রাক্তন শিক্ষক শেলু বড়ুয়া তার শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি গান ইলাসট্রেশনসহ টিউটোরিয়াল আদলে উপস্থাপনা করে চলেছেন। শুরুতেই গানটির মূল শিল্পীর নামসহ গানের বর্ণনা এবং পরে কোথায় কীভাবে অলংকারগুলো গাইতে হবে তা বর্ণনা করেছেন তিনি। বিশেষ করে যেসব শিক্ষার্থী বিদেশে অবস্থান করছেন এবং যারা সরাসরি নজরুল সংগীত শিক্ষকের কাছে শিখতে পারছেন না, তারা এই চ্যানেলের মাধ্যমে গান শোনা এবং শেখার বিশেষ সুযোগ লাভ করছেন।
১৯৭৪ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সামনে বসে ‘যারে হাত দিয়ে মালা দিতে পার নাই’ গানটি গেয়ে শুনিয়েছিলেন শেলু

বড়ুয়া। সেই গানটি দিয়েই চ্যানেলের ১০০ গান পূর্ণ করেন তিনি।
বাংলাদেশ-ভারতের নজরুল সঙ্গীত শিক্ষকদের মধ্যে শেলু বড়ুয়াই প্রথম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আদি সুরে নজরুল সংগীত শেখানোর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তার এই চ্যানেলে বিভিন্ন শ্রেণির নজরুল সংগীত যেমন- আধুনিক অঙ্গের, গজল, কীর্তন, ভজন, উচ্চাঙ্গ, পল্লী-ভাটিয়ালি, দেশাত্মবোধক ইত্যাদি গান রয়েছে। বর্তমানে ১০০টির বেশি গান পূর্ণ হলেও শেলু বড়–য়ার ‘নজরুল সংগীত আদি সুরে’ চ্যানেলে আগামীতে ন্যূনতম ২০০টির বেশি গান প্রকাশ করা হবে। ১০০ গান পূর্ণ হওয়া উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশিত হয়।
শেলু বড়ুয়া জানান, আপাতত তার লক্ষ্য ২০০টি গান এভাবে প্রকাশ করা। তারপর ভিন্ন কিছু ভাববেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়