উকিল আবদুস সাত্তারকে বহিষ্কার করেছে বিএনপি

আগের সংবাদ

মন্দা মোকাবিলায় দুই চ্যালেঞ্জ : ডলারের দাম যৌক্তিক জায়গায় রাখা > মূল্যস্ফীতি কমিয়ে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা

পরের সংবাদ

লিট ফেস্টে আইরা ও তার মা

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার অভিনয় ব্যস্ততা আর শিশুদের জীবন-মান উন্নয়ন কার্যক্রমের বাইরে গিয়ে রাফিয়াত রশিদ মিথিলার আরেকটি ভিন্ন জগৎ আছে। যে জগৎটি বেশ রোমাঞ্চকর আর অ্যাডভেঞ্জারাস। যেটা তিনি মেলে ধরেন তার পাঠকদের কাছে। ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের বই প্রকাশ করে মিথিলা এর মধ্যে বেশ প্রশংসিত হয়েছেন। কারণ প্রথমত সিরিজটি তিনি লিখছেন শিশুদের জন্য। দ্বিতীয়ত বইটির মাধ্যমে মা ও মেয়ের মধ্যকার আন্তঃসম্পর্ক প্রকাশ পায় নিবিড়ভাবে। বইটির মাধ্যমে মিথিলা তুলে ধরেন তার মেয়ে আইরার সঙ্গে ঘুরে-বেড়ানোর গল্প। এবারে বইয়ের পাতায় ঠাঁই পাওয়া আইরা ও তার মা এবার সরাসরি হাজির হচ্ছেন তার পাঠকদের সামনে। দেশের সবচেয়ে বড় পরিসরের আন্তর্জাতিক সাহিত্য আসর ‘ঢাকা লিট ফেস্টে’ অংশ নিচ্ছেন তারা। এমনটাই জানালেন মিথিলা। তিনি বলেন, ‘এবারের লিট ফেস্টে আমি ও আইরা গল্প পড়ে শোনাব শিশু ও বাবা-মায়েদের। পড়া শেষে শিশুরা ও বড়রা আমাদের মা-মেয়েকে প্রশ্ন করতে পারবে, যা মনে আসে। যার মাধ্যমে বইতে যে ভ্রমণগুলোর গল্প এখনো লেখা হয়নি, সেগুলোর কথা জানাতে পারব আমরা। তাই নয়, শুধু যে আমরা মা-মেয়েই সারাক্ষণ গল্প করে যাব তা নয়। মজার মজার ভ্রমণের গল্প শুনব আগত শিশুদের কাছ থেকেও। আমি ও আইরা খুবই এক্সাইটেড এই সেশনটির জন্য।’ জানুয়ারির ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত চলবে ঢাকা লিট ফেস্ট। অনুষ্ঠিত হবে রাজধানীর বাংলা একাডেমিতে। ৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একাডেমির নজরুল মঞ্চে থাকবেন মিথিলা ও আইরা। আর তাদের সঙ্গে সাক্ষাৎ ও গল্প করতে হলে করতে হবে নিবন্ধন ‘ঢাকা লিট ফেস্ট’র ওয়েবসাইটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়