বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন আর নেই

আগের সংবাদ

দেশজুড়ে জেঁকে বসেছে শীত : উত্তররাঞ্চলের কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ > জনজীবন বিপর্যস্ত > বাড়ছে ঠাণ্ডাজনিত রোগবালাই

পরের সংবাদ

মোয়াজ্জেম হোসেন রতন : আ.লীগ সরকার শিক্ষার উন্নয়নে বেশি আন্তরিক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি আন্তরিক। জাতির মেরুদণ্ডকে শক্তিশালী করতে শিক্ষার প্রচার প্রসার ও উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করছেন শিক্ষামন্ত্রী।
গতকাল রবিবার জামালগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু, বিনামূল্যে বই, মেধাবীদের স্পেশাল পড়াশোনার সুযোগসহ বছরের প্রথমদিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার সার্থকতা অর্জন করেছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তির পতাকা তলে ঐক্যবদ্ধ হউন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে পুনরায় সবার সহযোগিতা, আস্থা ও সমর্থনেরও আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতোশ রঞ্জন তালুকদার, জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্তী প্রমুখ। পরে জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে ও বই বিতরণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়