রাজধানীর বাজারদর : সবজিতে স্বস্তি মাছ-ডিমের দাম অপরিবর্তিত

আগের সংবাদ

বই সংকটে উৎসবে ছন্দপতন : শিক্ষার্থীদের হাতে দেয়া হয় একটি-দুটি অথবা গতবছরের বই > ফেব্রুয়ারির আগে সব শিক্ষার্থী বই পাবে না

পরের সংবাদ

ভোলাহাটে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট : টাইব্রেকারে জিতল বিএসডি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে পাবলিক ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চরধরমপুর পাবলিক ক্লাব মাঠে বিকালে ফাইনাল ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি ছিলেন- ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. উম্মে তাবাসসুম, ভোলাহাট থানার ওসি মো. সেলিম রেজা, ভোলাহাট উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, জেলা পরিষদ সদস্য মোসা. হোসনে আরা পাখি, ভোলাহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. পিয়ার জাহান।
খেলায় সভাপতিত্ব করেন পাবলিক ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন রজব। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন- ফুটানিবাজার বনাম বিএসডি ঢাকা।
মোট ৩০ মিনিট করে ৬০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোল করলে টাইব্রেকারে বিএসডি ঢাকা জয় লাভ করে। পরে অতিথিরা উভয় দলকে তাদের উপহার তুলে দেন।
উল্লেখ্য, মোট ২৬টি ফুটবল দল এ খেলায় অংশগ্রহণ করে। খেলাটি প্রায় ৩০ হাজার দর্শক খেলা উপভোগ করেন। গোল্ডকাপ খেলায় বিদেশি খেলোয়াড়দের উপস্থিতিতে দর্শক অপলক দৃষ্টিতে খেলা উপভোগ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়