ঢাকা মহানগর আ.লীগ : দক্ষিণে সমাবেশ উত্তরে বিক্ষোভ আজ

আগের সংবাদ

১০ দাবিতে যুগপৎ আন্দোলন : ঢাকার গণসমাবেশ থেকে বিএনপির ঘোষণা > ২৪ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি

পরের সংবাদ

আইনি ঝামেলা

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বেশ কিছুদিন ধরেই টলিউডের অন্দরে জোর গুঞ্জন প্রেম ভেঙেছে অভিনেত্রী শ্রাবন্তী ও অভিরূপ নাগ চৌধুরীর। এরই মাঝে নয়া মোড় শ্রাবন্তী ও রোশন সিংয়ের বিচ্ছেদের মামলায়। অভিনেত্রীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগ এনেছেন রোশন। এমনকি সেই অভিযোগে নায়িকার বিরুদ্ধে মামলাও করেছেন তিনি। ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে ‘পার্জারি’-র মামলা দায়ের করেছেন তার প্রাক্তন স্বামী। রোশনের দাবি বিচ্ছেদ মামলায় মিথ্যা বয়ান দিয়েছেন শ্রাবন্তী। সেই কারণেই এই মামলা করেন রোশন।
রোশনের বিরুদ্ধে বিয়েবিচ্ছেদের মামলা করেছিলেন অভিনেত্রী। রোশন থেকে খোরপোষে প্রতি মাসে চেয়েছেন সাত লাখ টাকা। কিন্তু এরই মাঝে যখন শ্রাবন্তীর আয়-ব্যয়ের খতিয়ান ও সম্পত্তির পরিমাণ আদালতকে জানানোর নির্দেশ দেয়া হয় সেখানেই শুরু বিপত্তি। রোশন সিং-এর দাবি, সেই আয়-ব্যয়ের খতিয়ানেই মিলেছে অসংগতি। নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার সময় যে আয়-ব্যয়ের হিসাব দিয়েছেন নায়িকা, সেই হিসাবেই অসংগতি রয়েছে বলেই মামলা দায়ের করেন তার প্রাক্তন স্বামী। আগামী ১৬ ডিসেম্বর আলিপুর আদালতে এই মামলার পরবর্তী শুনানি। শ্রাবন্তীর বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ হলে জেলও হতে পারে অভিনেত্রীর, দাবি রোশনের আইনজীবীর। তবে এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী।
হ মেলা ডেস্ক

প্রসঙ্গত প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষ্ণ ব্রজর সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। তাদের বাগদান থেকে আইনি বিয়ে হয়ে গেলেও, শেষ পর্যন্ত টেকেনি সেই সম্পর্ক। ফলে মডেল কৃষাণ ব্রজের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। কৃষাণ ব্রজর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী। পঞ্জাবে গিয়ে রোশনের বাড়িতে চুপচাপ বিয়ে সেরে ফেলেন এই অভিনেত্রী। শ্রাবন্তী-রোশনের বিয়েতে হাজির হন দুই পরিবারের ঘনিষ্ঠরা। বিয়ের এক বছর কাটতে না কাটতেই ফের দুজনের সংসারে অশান্তির কালো মেঘ। মামলা গড়ায় আদালত অবধি। রোশনের থেকে অব্যাহতি চেয়ে বিয়েবিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেত্রী। সেই মামলাতেই ফের জল ঘোলা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়