মৃত্যুবার্ষিকী আজ : সাবেক মেয়র হানিফ স্মরণে নানা কর্মসূচি

আগের সংবাদ

সমাবেশ ঘিরে দুপক্ষের হুঙ্কার : বিএনপি নেতাদের বক্তৃতায় প্রচ্ছন্ন হুমকি > ছাড় না দেয়ার ঘোষণা আওয়ামী লীগ নেতাদের

পরের সংবাদ

শ্রীপুরে পোড়ানো হলো অবৈধ ওষুধ

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুরে ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুটি ফার্মেসি মালিককে অর্থদণ্ড ও অবৈধ ওষুধ রাখার অভিযোগে প্রায় আড়াই লাখ টাকার ওষুধ পুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল সোমবার মাওনা চৌরাস্তায় বাজার রোডের ওষুধের দোকানগুলোতে অভিযান চালানো হয়। মেসার্স শ্যামলী ড্রাগ হাউসের মালিক শরীফুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মেসার্স শিল্পী মেডিকেল হলের মালিক সেলিম মোস্তফাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও তা আদায় করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম ওষুধ প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গাজীপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক আহসান হাবীব, জেলা-উপজেলা ও ওষুধ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়