মৃত্যুবার্ষিকী আজ : সাবেক মেয়র হানিফ স্মরণে নানা কর্মসূচি

আগের সংবাদ

সমাবেশ ঘিরে দুপক্ষের হুঙ্কার : বিএনপি নেতাদের বক্তৃতায় প্রচ্ছন্ন হুমকি > ছাড় না দেয়ার ঘোষণা আওয়ামী লীগ নেতাদের

পরের সংবাদ

নেইমারের চোট সারাতে মরিয়া ব্রাজিল

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল। এ দলের সবচেয়ে বড় ভরসার নাম নেইমার। ফুটবল খেলায় তার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। বিশ্বকাপে হেক্সা শিরোপা অর্জনে সেলেসাও সমর্থকদের ভরসার জায়গা এই পিএসজি তারকা। কিন্তু নেইমার চোটপ্রবণ। হলুদ জার্সিধারীদের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেই চোটের কারণে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন তিনি। দলের বড় তারকার চোট সারাতে চেষ্টার কোনো ত্রæটি রাখছে না ব্রাজিল। ব্রাজিলিয়ান সুপারস্টারকে পাওয়ার জন্য সম্ভাব্য সব চেষ্টাই করা হচ্ছে। এবার শোনা গেল নতুন এক খবর। নেইমারের চোট দ্রুত সারাতে ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) প্রযুক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার নিজেই জানিয়েছেন সেই কথা।
নেইমারকে নিয়ে সমর্থকদের হতাশার মাঝে আশার আলো দেখাতে পারে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি বিশেষ প্রযুক্তি, যার নাম কমপ্রেশন বুট। এই বিশেষ বুট পায়ের চোট নিরাময় ত্বরান্বিত করে। এই বুটে রয়েছে তিনটি ভিন্ন ম্যাসেজ প্রক্রিয়া, যা পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মাংসপেশী, হাড়ের বিভিন্ন সমস্যা দ্রুত সারিয়ে তোলে। জমে থাকা ল্যাক্টিক অ্যাসিড দূর করে এবং নরম টিস্যুর ব্যাধি দূর করে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, নেইমারের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে নাসার এই প্রযুক্তি। চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান নর্মা টেক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নতুন প্রজন্মের কমপ্রেশন বুট সব অ্যাথলেটদের দ্রুত চোট কাটিয়ে উঠতে সহায়তা করে। পেশাদার অ্যাথলেটদের কাছে এই প্রযুক্তি বেশ জনপ্রিয় এবং কার্যকর। ফলে এবার অন্তত ব্রাজিল সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারেন।
এদিকে গোড়ালির ইনজুরি থেকে আস্তে আস্তে সেরে উঠছেন নেইমার। ইতোমধ্যে তিনি হাঁটাও শুরু করেছেন। ব্রাজিলিয়ান গণমাধ্যম অনুযায়ী গত রোববার থেকে হাঁটা শুরু করেছেন নেইমার। এরপর আস্তে আস্তে তিনি ছোটখাটো দৌড় শুরু করবেন। তবে নেইমারকে নিয়ে সাবধানি ব্রাজিলিয়ান দলের সঙ্গে থাকা ডাক্তাররা। নেইমার ইনস্টাগ্রামে এক ছবি পোস্ট করে জানিয়েছেন, তার পায়ের ফোলা কমতে শুরু করেছে। যা দল এবং ভক্তদের জন্য বড় সুখবর। ওই পায়ের ফোলা কমার ছবি দিয়ে নেইমার আবার লিখেছেন,‘দেখা যাক।’
দলের সেরা স্ট্রাইকার চোটে পড়েছেন, তাকে সহানুভূতি দেখাবেন তার দেশের মানুষ, এটাই কাম্য। তবে অপ্রত্যাশিতভাবে চোটে পরার পর থেকেই দেশের মানুষরা নেইমারকে নিয়ে সমালোচনা করছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রল করছেন।
কিছুদিন আগে ব্রাজিলের নির্বাচনে বামপন্থি লুলা দা সিলভার বিরুদ্ধে নির্বাচনে বিতর্কিত প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সমর্থন দিয়েছিলেন নেইমার। এখানেই শেষ নয়। নেইমার বলেছিলেন, এবারের বিশ্বকাপে তার প্রথম গোলটা তিনি বলসোনারোকেই উৎসর্গ করবেন। আর তাতে ব্রাজিল জনতা মুখ ফিরিয়ে নিয়েছে নেইমারের দিক থেকে। এমনকি কেউ কেউ তার ইনজুরিতে পড়ার খবরে উচ্ছ¡াসও প্রকাশ করেছেন। কিছুদিন আগে নেইমারের জাতীয় দলের সতীর্থ রাফিনিয়া বলেছেন, নেইমারের পা ভাঙার খবর ব্রাজিলের কিছু মানুষ যে উল্লাস প্রকাশ করছেন, তা দুঃখজনক। একই কথা বলেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও।
এবার তার পাশে দাঁড়ালেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। এক খোলা চিঠিতে নেইমারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো রোনালদো লিখেছেন,‘অন্য কোনোভাবে আমি এই খোলা চিঠি লেখা শুরু করতে পারছি না। তুমি দুর্দান্ত নেইমার! জায়ান্ট। আমি নিশ্চিত আমার মতো বেশিরভাগ ব্রাজিলিয়ান তোমার প্রশংসা করে ও তোমাকে ভালোবাসে। তোমার প্রতিভা তোমাকে এতদূর নিয়ে এসেছে, এত উঁচুতে তুলেছে যে বিশ্বের প্রতিটি কোনায় তোমার জন্য রয়েছে ভালোবাসা ও প্রশংসা।’ তিনি আরও লিখেছেন, ‘যেখানে তুমি পৌঁছেছ, যে সাফল্য অর্জন করেছ, সেটার জন্যই তোমাকে এত হিংসা ও মন্দের মোকাবিলা করতে হচ্ছে। তোমার মতো একজন তারকার ইনজুরি নিয়ে উদযাপনই বলে দেয় আমরা কোথায় নেমেছি? এটা কোন দুনিয়া? আমরা আমাদের তরুণদের কাছে কী বার্তা দিচ্ছি? তোমার বিরুদ্ধে কথা বলার লোক সবসময় থাকবে। কিন্তু এই সমাজে অসহিষ্ণুতাকে যেভাবে স্বাভাবিক করে তোলা হচ্ছে এবং বিদ্বেষী মন্তব্যকে সাধারণভাবে দেখা হচ্ছে, সেটা সত্যিই দুঃখজনক।’ তিনি আরো লিখেন,‘তোমার গোল, ড্রিবল, সাহসিকতা ও আনন্দ করাটাই দেখতে চায় সত্যিকারের সমর্থকরা। হিংসুক আর কাপুরুষদের গুরুত্ব দিও না। দেশের বেশিরভাগ মানুষ তোমাকে যে ভালোবাসা দিচ্ছে সেটা উদযাপন করো। তুমি দাপটের সঙ্গে ফিরে আসবে।’
সার্বিয়ার বিপক্ষে নেইমারের পাশাপাশি দানিলোও চোট পড়েন। তার পাশে থাকার বার্তা দিয়ে রোনালদো লিখেছেন,‘এই চিঠি যারা পড়েছেন সবাইকে নেইমার, দানিলো ও ব্রাজিল জাতীয় দলের প্রতি ইতিবাচক বার্তা পাঠানোর আহ্বান জানাই।’
এদিকে দলের কোচ তিতের বিশ্বাস বিশ্বকাপে সামনের পথচলায় পাওয়া যাবে দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় তারকা ফরোয়ার্ড নেইমার ও ডিফেন্ডার দানিলোকে। তার ভাষ্য,‘আমার মনে হয়, নেইমার ও দানিলো এখনও বিশ্বকাপে খেলবে, এটা আমার মতামত। মেডিকেল ইস্যু নিয়ে আমি বলতে পারব না, কারণ আমি সেই জায়গায় নেই। আমরা আশা করি, বিশ্বকাপে তাদের পাওয়া যাবে।’ নেইমারকে ছাড়াই ২০১৯ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিল। দলের সবচেয়ে বড় তারকা ছাড়াও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিতে,‘দলে থাকা সব দারুণ প্রতিভার ওপর আস্থা আছে ব্রাজিলের। নেইমার অন্য মানের খেলোয়াড়, তবে আমরা সবাইকে ভরসা করি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়