নাইক্ষ্যংছড়ি : ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

আগের সংবাদ

তিন কারণে ভালো ফলাফল : সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নপত্রে সুবিধা ও সাবজেক্ট ম্যাপিংয়ের প্রভাবে পাসের হার বেড়েছে এসএসসি ও সমমান পরীক্ষায়

পরের সংবাদ

সহকারী শিক্ষক : প্রাথমিকে সর্বোচ্চ সংখ্যক পদে নিয়োগের দাবি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের বর্তমান শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন চূড়ান্ত নিয়োগ প্রত্যাশীরা। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০’ এর ব্যানারে তারা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে নিয়োগ প্রত্যাশীরা বলেন, ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে লাখ লাখ চাকরিপ্রত্যাশী আবেদন করেন। পরে লিখিত ও মৌখিকসহ তিন ধাপে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হন প্রায় এক লাখ ৫২ হাজার চাকরিপ্রত্যাশী। কিন্তু গত দুই বছরেও তাদের নিয়োগ দেয়া হয়নি।
তারা বলেন, বিজ্ঞপ্তি অনুসারে শূন্যপদের বিপরীতে সহকারী শিক্ষক নিয়োগের কথা ছিল। বর্তমানে ৬০ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ নিয়োগ দিতে চায় মাত্র ৩২ হাজার ৫৭৭ জনকে। অথচ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সচিব গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ৫৮ হাজার শিক্ষক নিয়োগের কথা জানিয়েছিলেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও বলেছিলেন ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কথা। তারা বলেন, প্রাথমিকের প্রচলিত নিয়ম অনুসারে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রতি তিনজনে একজনকে নিয়োগ দেয়ার কথা। এখন ৩২ হাজার ৫৭৭ জন নিয়োগ দিলে তা হবে প্রতি পাঁচজনে একজন। এতে বিপুল পরিমাণ মেধাবী চাকরিপ্রত্যাশী বেকারত্বের মুখে পড়বে।

তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান সুষ্ঠু করতে বর্তমান শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ নিয়োগের দাবি জানান তারা।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর আহ্বায়ক মোবারক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, রবিউল ইসলাম, সচিব রুহুল আমিন, মহসিন, দপ্তর সম্পাদক মোস্তাফিজসহ চাকরিপ্রত্যাশীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়