ইকুয়েডর রুখে দিল ডাচদের

আগের সংবাদ

১০ দফা দাবিতে নৌশ্রমিক ধর্মঘট : সারাদেশে পণ্য পরিবহন বন্ধ

পরের সংবাদ

রাউজান : দরিদ্রের ধান কেটে দিলেন ফজলে করিম এমপি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এম রমজান আলী, রাউজান (চট্টগ্রাম) থেকে : রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় অনাবাদি ফসলি জমি চাষাবাদের আওতায় আনতে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি কৃষকলীগের নেতাকর্মীদের নিয়ে নানা উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে কৃষকলীগ নেতাদের সঙ্গে নিয়ে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের শরীফ পাড়া এলাকার কৃষক জাহাঙ্গীর আলমের ৮০ শতক জমির পাকা আমন ধান কেটে দিয়েছেন তিনি। গত শুক্রবার বিকালে আমন ধান কাটার সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন, চট্টগ্রাম জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম সাজ্জাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, রাউজান পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এরশাদ, ল²ীকান্তি দাশসহ কৃষক লীগের নেতারা।
রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন বলেন, রাউজানে এবার ১২ হাজার ২৩২ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো। এখন কৃষকেরা পাকা আমন ধান ঘরে তুলতে ধানকাটা শুরু করেছে। কৃষকেরা ধান ঘরে তোলার পর সরিষা, ভুট্টা, গম ও শীতকালীন সবজি আবাদে প্রস্তুতি নিচ্ছেন। রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় অনাবাদি ফসলি জমি চাষাবাদের আওতায় আনতে নানা উদ্যোগ নিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়