ইকুয়েডর রুখে দিল ডাচদের

আগের সংবাদ

১০ দফা দাবিতে নৌশ্রমিক ধর্মঘট : সারাদেশে পণ্য পরিবহন বন্ধ

পরের সংবাদ

মেঘনা ব্যাংক নিয়ে এলো আরএফসিডি অ্যাকাউন্ট ও কার্ড

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রবাসী বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা জমানোর জন্য মেঘনা ব্যাংক নিয়ে এলো রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) একাউন্ট। মেঘনা আরএফসিডি একাউন্ট এরই সঙ্গে নিয়ে এলো আরো বিবিধ সুবিধা সম্বলিত ভিসা কার্ড। যে কোন নিবাসী বাংলাদেশি ব্যক্তি বিদেশ থেকে ফিরে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্টে জমার ওপর রয়েছে আকর্ষণীয় ইন্টারেস্ট। জমা করা অর্থ সহজেই রেমিট করা যায় কোন চার্জ ছাড়াই এবং যে কোনো বৈধ উদ্দেশ্যে যেমন- হোটেল বুকিং, এয়ার টিকেট ক্রয় এবং অনলাইন লেনদেন করা যায়। উপরন্তু এই কার্ড ব্যবহার করে দেশের বাইরে স্থানীয় মুদ্রাও উত্তোলন করা যায়। বিজ্ঞপ্তি।

নতুন এই অ্যাকাউন্ট ও কার্ড উদ্বোধন করেন মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান, ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়