ইকুয়েডর রুখে দিল ডাচদের

আগের সংবাদ

১০ দফা দাবিতে নৌশ্রমিক ধর্মঘট : সারাদেশে পণ্য পরিবহন বন্ধ

পরের সংবাদ

পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ : দুবাই যাচ্ছে ১০ জনের বাংলাদেশ দল

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আগামী ২ থেকে ৭ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ-২০২২। প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে ১০ সদস্যের পাওয়ার লিফটিং দল আগামী ৩০ নভেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ ও প্রত্যাশার কথা জানাতে গতকাল বাংলাদেশ পাওয়ার লিফটিং এসোসিয়েশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
অলিম্পিক এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোমিনুল হক, সহসাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। এ সময় মোমিনুল হক বলেন, যারা চর্চা করছেন তাদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে এবারের চ্যাম্পিয়নশিপের জন্য দল গঠন করা হয়েছে।
দলের সদস্যরা অনেকদিন ধরে নিজেদের প্রস্তুত করেছেন। ভালো ফলাফলের প্রত্যয় নিয়েই প্রতিযোগিতায় অংশ নেবেন তারা।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এশিয়ার ২৯টি দেশের মোট ৪৭০ জন খেলোয়াড় এতে অংশগ্রহণ করবেন। বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জন খেলোয়াড় প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়