মোজাম্মেল-প্রণয় সাক্ষাৎ : কলকাতার থিয়েটার রোডের সেই বাড়িটি চেয়েছে বাংলাদেশ

আগের সংবাদ

কাদের সঙ্গে ডায়লগ করব? মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্ন

পরের সংবাদ

ঠাকুরগাঁওয়ে মা সমাবেশ

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘শিক্ষিত মা সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার পারপূগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার জামালপুর ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয় এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন পারপূগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনজুমান আরা কলি। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন। সমাবেশে সদর উপজেলার জামালপুর ইউপির ২১ সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩০ জন করে অভিভাবক অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়