মোজাম্মেল-প্রণয় সাক্ষাৎ : কলকাতার থিয়েটার রোডের সেই বাড়িটি চেয়েছে বাংলাদেশ

আগের সংবাদ

কাদের সঙ্গে ডায়লগ করব? মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্ন

পরের সংবাদ

আয় করতে হবে ২ বিলিয়ন ডলার!

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’। ২০১৮ সালে ঘোষণা দেয়া হয়েছিল ২০২২ সালের ১৬ ডিসেম্বর এই ছবির দ্বিতীয় কিস্তি আসছে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এই ছবির তৃতীয় কিস্তি মুক্তি পাবে। ২০২৬ সালের ১৮ ডিসেম্বর আসবে চতুর্থ কিস্তি এবং ২০২৮-এর ২২ ডিসেম্বর আসবে পঞ্চম কিস্তি। তবে আপাতত ‘অ্যাভাটার টু’ নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। তবুও কিছুটা দুশ্চিন্তায় আছেন নির্মাতা জেমস ক্যামেরন। জানালেন, শুধু মূলধন তুলে আনতেই ছবিটির আয় করতে হবে ২ বিলিয়ন ডলার! করোনাকালের পরে সিনেমা হলগুলোতে বেশিরভাগ সিনেমা ব্যবসা করতেই হিমশিম খেতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেমস ক্যামেরন জানিয়েছেন, সিনেমাটি তৈরি করতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় বাজেটও অনেক বেড়ে গেছে। ফলে ব্যবসায় প্রভাব পড়তে পারে। বক্স অফিস নিয়ে চাপে আছেন বলে জানালেন নির্মাতা।ছবির বাজেট কত তা জানাননি জেমস ক্যামেরন। তবে সাক্ষাৎকারে বলেছেন, ‘সিনেমাটির মূলধন তুলে আনতেই আয় করতে হবে ২ বিলিয়নের বেশি ডলার।’
উল্লেখ্য, কল্পকাহিনী নির্ভর লাইভ অ্যাকশন ছবি ‘অ্যাভাটার টু’তে থাকছেন কেট উইন্সলেট, জো সালদানা, সিগোর্নি ওয়েভার, স্যাম ওরদিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়