মোজাম্মেল-প্রণয় সাক্ষাৎ : কলকাতার থিয়েটার রোডের সেই বাড়িটি চেয়েছে বাংলাদেশ

আগের সংবাদ

কাদের সঙ্গে ডায়লগ করব? মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্ন

পরের সংবাদ

আশাশুনিতে বেড়িবাঁধে ফের ধস

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এস কে হাসান, আশাশুনি (সাতক্ষীরা) থেকে : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আবারো একটি বেড়িবাঁধে ধস। দ্রুত ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে আবারো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা বিরাজ করছে।
ইউনিয়নের হরিষখালীতে ২০ মে ভয়াবহ আম্পান সাইক্লোনে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে। দীর্ঘ ভোগান্তির পর সরকারিভাবে বাঁধটি পুনর্নির্মাণ করা হয়। প্রায় ১১ মাস নির্মাণকাজ অতিক্রান্ত হতে না হতেই বাঁধের জিও বস্তা প্রায় ২/৩ ফুট দেবে গেছে।
বস্তা সরে যাওয়ায় মূল বাঁধেও ফাটল ধরেছে। প্রায় ৩০/৪০ ফুট এলাকায় বাঁধ বসে যাওয়ায় ও ফাটল ধরায় বাঁধের অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত বাঁধ রক্ষায় কাজ না করা হলে দিনে দিনে ফাটল ও ধস বেড়ে যাবে এবং তখন বাঁধ রক্ষা করা কষ্টকর হতে পারে।
এসও আলমগীর কবির বলেন, হরিষখালী বাঁধের ফাটলের বিষয়ে আমাদের পাউবোর নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। সরজমিন পরিদর্শন করে তিনি ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়