ঢাবি ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর : ঢাকা উত্তর ও দক্ষিণের সম্মেলন ২ ডিসেম্বর

আগের সংবাদ

ভিত্তিহীন গুজবে ব্যাংকিং খাত > ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে : বাংলাদেশ ব্যাংক

পরের সংবাদ

সুন্দরগঞ্জে বউ শাশুড়ির মেলা

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : বউ-শাশুড়ির মধ্যে সুসম্পর্ক, মমতাবোধ, আন্তরিকা, পারিবারিক কলহ বিবাদ দূর করা, স্বাভাবিকভাবে সন্তান প্রসব ও মাতৃসেবা বৃদ্ধির লক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক দাতা সংস্থা কলকার অর্থায়নে সেভ দা চিলড্রেনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের মমতা প্রকল্পের আয়োজনে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়। তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ।

আরো বক্তব্য দেন- বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সহকারী পরিচালক খন্দকার জাহিদ সরোয়ার সোহেল, মমতা প্রকল্পের জেলা সমন্বয়কারী বাহারাম খান, উপজেলা সমন্বয়কারী ফারজানা সুলতানা, টেকনিকেল অফিসার রনজিত কুমার, রুমা খাতুন, এফপিআই মিলন কুমার, সেলিম আহম্মেদ প্রমুখ।
পরে বউ-শাশুড়ির ও শ্বশুড়দের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ও পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। জানা গেছে, গত এক মাসে মমতা প্রকল্পের মাধ্যমে ৬৪ জন নারী স্বাভাবিক সন্তান প্রসব করা হয়েছে। এই প্রকল্প ওই এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। উপজেলার তারাপুরসহ তিনটি ইউনিয়নে এই প্রকল্প চালু রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়