অমিত শাহের আশ্বাস : রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ভারত

আগের সংবাদ

বিশ্বকাপের বাঁশি বাজল কাতারে

পরের সংবাদ

উত্তরায় বস্তিতে আগুন

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকায় রেললাইনসংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডে কিছু কাঁচা ঘর ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার বিকালে আগুনের সূত্রপাত হয়। পরে ৩৫ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাজধানী উত্তরা-৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশে বস্তিতে গতকাল বিকাল ৪টা ৫৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সোয়া ৫টার দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরই মধ্যে আরো ৫টি ইউনিট যোগ দিয়ে ৫টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রেললাইনসংলগ্ন কিছু কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়