জাহাঙ্গীর কবির নানক : বিএনপির মানবতার শিক্ষা নেয়া দরকার

আগের সংবাদ

এপার ওপার সুড়ঙ্গ সংযোগ : কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধনের অপেক্ষায়

পরের সংবাদ

র‌্যাব ডিজি : তমব্রু সীমান্তে আহত সোহেল ভালো আছেন

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বান্দরবানের তমব্রু সীমান্তে মাদক চোরাকারবারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত র?্যাব সদস্য সোহেল বড়–য়া ভালো আছেন বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আহত র‌্যাব সদস্যকে দেখে চলে যাবার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে ঢামেক হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে গিয়ে সোহেল বড়–য়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও তার সেেঙ্গ কথা বলেন। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের র‌্যাব ডিজি জানান, আহত র?্যাব সদস্য সোহেল ভালো আছেন। ঢামেক নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী (মিলাদ) জানান, তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ডান পায়েও আঘাত রয়েছে। গত মঙ্গলবার সকালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। এর আগে, গত সোমবার রাতে র‌্যাব ও ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে তমব্রু সীমান্তে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ডিজিএফআই কর্মকর্তা নিহত হন। আহত হন সোহেল বড়ুয়া। হাসপাতালে তার খালাতো ভাই অশোক বড়ুয়া জানান, তার বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। বাবার নাম রাখাল বড়ুয়া। তিনি পুলিশ সদস্য। বর্তমানে র‌্যাব ১৫ তে কর্মরত রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়