জাহাঙ্গীর কবির নানক : বিএনপির মানবতার শিক্ষা নেয়া দরকার

আগের সংবাদ

এপার ওপার সুড়ঙ্গ সংযোগ : কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধনের অপেক্ষায়

পরের সংবাদ

রংপুরে স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রংপুর : যৌতুকের ১ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যায় স্বামী সোহেল রানাকে (৩২) মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি সোহেল রানা আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, নগরীর ধাপ মোহাম্মদপুর আটিয়াটারী এলাকার মৃত অহেদ আলীর ছেলে সোহেল রানার সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ২ বছর আগে বিয়ে হয় সুলতানা পারভিনের। বিয়ের পর সোহেল রানার পরিবারের সদস্যরা যৌতুকের ১ লাখ টাকার জন্য পারভিনের ওপর চাপ সৃষ্টি করে। পারভিন টাকা দিতে অস্বীকার করায় সোহেল রানাসহ পরিবারের অন্য সদস্যরা তার ওপর নির্যাতন চালায়। এক পর্যায়ে সে তার বাবার বাড়িতে চলে আসে।
এরপর ২০১৭ সালের ২৭ জুন পারভিন তার বাবার বাড়িতে থাকা অবস্থায় রাতে সোহেল রানা কৌশলে মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে আসে। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাড়ির পাশে একটি পাট ক্ষেতে ফেলে দেয়।
এ ঘটনায় পারভিনের বাবা সুজা মিয়া নিজে বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালতে ১৬৪ ধারায় জাবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়