জাহাঙ্গীর কবির নানক : বিএনপির মানবতার শিক্ষা নেয়া দরকার

আগের সংবাদ

এপার ওপার সুড়ঙ্গ সংযোগ : কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধনের অপেক্ষায়

পরের সংবাদ

বরিশাল : কিশোরীকে কুপ্রস্তাব দেয়ায় এসআই গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এম. কে. রানা, বরিশাল : কিশোরীকে কুপ্রস্তাব দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল নগরীর এক নারীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
এসআই মেহেদী বরিশাল নগরীর স্বরোড বাকলার মোড় সংলগ্ন মন্টু ঘোষের বাসার তিন তলায় ভাড়ায় থাকেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (প্রশাসন) বিপ্লব মিস্ত্রি জানান, এক কিশোরীকে হোয়াটসঅ্যাপে আপত্তিকর ছবি পাঠিয়ে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে মেহেদী হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি গ্রেপ্তার মেহেদী হাসান পর্যটকদের আটকে ঘুস নেন। মেহেদীর সঙ্গে একই থানার এসআই ইব্রাহিম খলিলও জড়িত ছিলেন। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর এক আদেশে মেহেদীকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে সাময়িক বরখাস্তের পর মেহেদী ও ইব্রাহিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়