জাহাঙ্গীর কবির নানক : বিএনপির মানবতার শিক্ষা নেয়া দরকার

আগের সংবাদ

এপার ওপার সুড়ঙ্গ সংযোগ : কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধনের অপেক্ষায়

পরের সংবাদ

প্রতারণা মামলায় জামিন পেলেন জ্যাকলিন

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : গত মঙ্গলবার আর্থিক প্রতারণার মামলায় বড় স্বস্তি পেয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। জামিন মঞ্জুর হয়েছে তার। নিজেই হাজির ছিলেন পাতিয়ালা কোর্টে। পাতিয়ালা কোর্ট থেকে বেল পান জ্যাকলিন ফার্নান্ডেজ ২০০ কোটির প্রতারণা মামলায়। ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। এই মামলার সঙ্গে জড়িত আছেন সুকেশ চন্দ্রশেখর। যার সঙ্গে রোমান্টিক সম্পর্কে ছিলেন অভিনেত্রী। মাস কয়েক ধরেই তার চরিত্র নিয়ে কাটাছেঁড়া চলছে প্রকাশ্যে। গত ১৭ আগস্ট দিল্লি হাইকোর্টে পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছেন জেলবন্দি জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের থেকে লাভবান হয়েছেন জ্যাকলিন। সুকেশের কালিমালিপ্ত অতীতের কথা জেনেও কেবলমাত্র টাকার লোভের তার সঙ্গে ঘনিষ্ঠ হন অভিনেত্রী, এমনটাই জানিয়েছেন ইডি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ২০০ কোটির আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন সুকেশ ও তার স্ত্রী লীনা মারিয়া পল। গ্রেপ্তারির পর সুকেশের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। ফাঁস হয় দুজনের অন্তরঙ্গ একাধিক ছবি। তদন্তে উঠে আসে সুকেশের থেকে কোটি কোটি টাকার উপহার নিয়েছেন অভিনেত্রী। যার মধ্যে রয়েছে দামি গাড়ি, হিরের গয়না, ব্র্যান্ডেড ব্যাগ। এমনকি জ্যাকলিনের মা-বাবা, ভাই-বোনকেও টাকা দিয়ে সাহায্য করেছিলেন সুকেশ। সব মিলিয়ে ৫-৬ কোটি সুকেশ খরচ করেছিলেন জ্যাকলিনের পেছনে। তবে বলি অভিনেত্রী এতদিন জানিয়েছিলেন, তিনি প্রতারণার ব্যাপারে কিছুই জানতেন না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়