জাহাঙ্গীর কবির নানক : বিএনপির মানবতার শিক্ষা নেয়া দরকার

আগের সংবাদ

এপার ওপার সুড়ঙ্গ সংযোগ : কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধনের অপেক্ষায়

পরের সংবাদ

দোকানে ঢুকে বললেন সরো দেখি

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : চায়ের দোকানে ঢুকে সবাইকে চমকে দিয়ে নিজেই চা বানাতে শুরু করেন। নিজে খাওয়ার পাশাপাশি অন্যদেরও পরিবেশন করেন চা। আবার জনসংযোগে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিজ হাতে মোমো-ফুচকা বানিয়ে খাওয়ানোর রেকর্ডও রয়েছে। তিনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার আরেক নজির গড়লেন মমতা। এক সভা শেষে ফেরার পথে রাস্তার ধারে একটি চপের দোকানে ঢুকে পড়ে চপ ভাজতে শুরু করেন।
মমতা যখন দোকানে ঢোকেন দোকানের মালিক বুদ্ধদেব মহান্ত তখন চপ ভাজছিলেন। মুখ্যমন্ত্রীকে হঠাৎ দোকানে ঢুকতে দেখতে হকচকিয়ে যান বুদ্ধদেব। ততক্ষণে তার দোকানে ভিড়ও জমে গেছে। দোকানে ঢুকেই মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের উদ্দেশে বলেন, সরো দেখি, তোমাকে সাহায্য করি।
এরপরই চপ ভাজতে শুরু করেন মমতা। অবাক চোখে তখন সেই দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত সবাই। মুখ্যমন্ত্রীকে গরম তেলের সামনে দাঁড়িয়ে চপ ভাজতে দেখে কিছু পরামর্শ দেন বুদ্ধদেব। মুখ্যমন্ত্রীকে তখন বলতে শোনা যায়, ওরে আমি জানি, বাড়িতে রান্না করি তো।
চপ ভাজার পর সঙ্গে থাকা সাংবাদিক, নিরাপত্তা রক্ষী, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দাদের হাতেও তুলে দেন মুখ্যমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়