জাহাঙ্গীর কবির নানক : বিএনপির মানবতার শিক্ষা নেয়া দরকার

আগের সংবাদ

এপার ওপার সুড়ঙ্গ সংযোগ : কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধনের অপেক্ষায়

পরের সংবাদ

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষণা : দিদারুল সভাপতি জহুর সম্পাদক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : দীর্ঘ ১২ বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে সভাপতি হয়েছেন দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহসভাপতি কর্ণফুলীর দিদারুল ইসলাম। অন্যদিকে সাধারণ সম্পাদক হয়েছেন বোয়ালখালীর পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর। গতকাল বুধবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন করা হয়। এরপর কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ৪১ জনের নাম ঘোষণা করা হয়েছে। এ কমিটি আগামী ৬০ কার্যদিবসের মধ্যে শূন্য পদ পূরণ করে কেন্দ্র বরাবর জমা দেয়ার নির্দেশ দেয়া হলো। কমিটিতে সহসভাপতি হলেন- মোহাম্মদ ফারুক, পার্থ সারথি চৌধুরী, মুর্তজা কামাল চৌধুরী, মো. তৌহিদুল আলম, মো. সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, আকতার হোছাইন, নাসির উদ্দিন, শাহাদাত কবির বাহাদুর এবং মাইনুদ্দিন চৌধুরী। যুগ্ম সম্পাদক হলেন- নাছির উদ্দিন মিন্টু ও সফিউল আজম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন- মুরিদুল আলম মুরাদ, বেলাল হোসেন মিঠু, মো. আবিদ হোসেন, মো. নুরুল আমিন এবং এ এন এম ফরহাদুল আলম। উল্লেখ্য, গত ২৮ মে পটিয়া আদর্শ স্কুল মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হলেও কমিটি ঘোষণা করা হয়নি। এরপর অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাড়ে পাঁচ মাস পর দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়