জাহাঙ্গীর কবির নানক : বিএনপির মানবতার শিক্ষা নেয়া দরকার

আগের সংবাদ

এপার ওপার সুড়ঙ্গ সংযোগ : কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধনের অপেক্ষায়

পরের সংবাদ

চট্টগ্রামে কাগজ তৈরির কারখানায় আগুন

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : নগরীতে একটি কাগজ তৈরির কারখানায় আগুন লেগে অধিকাংশ মালামাল পুড়ে গেছে। গতকাল বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে নগরের বায়েজিদ এলাকার ম্যাক পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড নামে ওই কাগজ কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক বলেন, ভোর ৫টা ১০ মিনিটের দিকে ফ্যাক্টরিতে আগুন লাগার খবর আসে। প্রথমে বায়েজিদ থেকে একটা ইউনিট গিয়ে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে কালুরঘাট ও আগ্রাবাদসহ মোট ৬টি ইউনিট কাজ করে প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। কারখানা কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। প্রথমদিকে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পুড়ে যায় কারখানার ও কার্টনের গোডাউনের সব মালামাল। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়