জাহাঙ্গীর কবির নানক : বিএনপির মানবতার শিক্ষা নেয়া দরকার

আগের সংবাদ

এপার ওপার সুড়ঙ্গ সংযোগ : কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধনের অপেক্ষায়

পরের সংবাদ

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক : কৃষিকে বাণিজ্যিক রূপ দিতে কাজ করছে সরকার

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মেহেরপুর প্রতিনিধি : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, শুধু পোশাক শিল্প নয়, বিশ্ব বাজারে বড় ভূমিকা রাখবে বাংলাদেশের কৃষি পণ্য। শুধু পেট ভরার জন্য নয়, কৃষিকে কীভাবে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা যায় সেজন্য সবরকম প্রস্তুতি নিচ্ছে কৃষি মন্ত্রণালয়। গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি ও কৃষি ঋণ মেলার উদ্বোধন অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে কৃষি ঋণ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। মেলা উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সহিদুজ্জামান, কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক আ. গাফফার খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়