কেন্দ্রীয় ব্যাংক : ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে

আগের সংবাদ

মাদকের টাকায় অস্ত্রের মজুত : মিয়ানমার সীমান্তে বেপরোয়া আরসা, আল ইয়াকিন > রোহিঙ্গা শিবিরে অস্থিরতার পেছনেও এরাই

পরের সংবাদ

জীবননগর : বীজ খামারের কর্মকর্তাকে কুপিয়ে জখম

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাথিলা বীজ উৎপাদন খামারের উপসহকারী পরিচালক মিজানুর রহমানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। জীবননগর উপজেলার পাথিলা বীজ উৎপাদন খামারের উপসহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, মঙ্গলবার খামার পরিদর্শনে আসছেন কৃষিমন্ত্রী। পরিদর্শন ঘিরে সোমবার সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল। খামারের প্রধান ফটকের প্রাচীরের পাশে জীবননগর পাথিলা গ্রামের মহর মণ্ডলের ছেলে আজাদ কচুর বাগান করে। তাকে কচু গাছ সরিয়ে নিতে বললে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে ধারাল অস্ত্র নিয়ে এসে সহযোগীদের সঙ্গে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। খামারের কর্মরতরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়