কেন্দ্রীয় ব্যাংক : ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে

আগের সংবাদ

মাদকের টাকায় অস্ত্রের মজুত : মিয়ানমার সীমান্তে বেপরোয়া আরসা, আল ইয়াকিন > রোহিঙ্গা শিবিরে অস্থিরতার পেছনেও এরাই

পরের সংবাদ

কমলনগরে দুই অবৈধ ইটভাটা মালিকের দণ্ড

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কমলনগর (ল²ীপুর) প্রতিনিধি : কমলনগরে অনুমোদন ছাড়াই ইটভাটা স্থাপনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা গতকাল সোমবার দুপুরে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ভাটা মালিকরা হচ্ছেন-উপজেলার চরপাগলা এলাকার মেসার্স মদিনা ব্রিকসের স্বত্বাধিকারী আরিফ হোসেন এবং এলবিএম ইটভাটার স্বত্বাধিকারী নিজাম উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আরিফ হোসেন ও নিজাম উদ্দিন সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইটভাটা স্থাপন করে ব্যবসা করে আসছে। অবৈধ ইটভাটা বন্ধে পরিচালিত অভিযানে বিষয়টি প্রমাণীত হলে বিচারক আরিফকে ৮০ হাজার এবং নিজামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা দণ্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়